মোহ নাকি ত্রিকোণ (২০৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৩-২০২৩
==========================
দেখছি ভবে পরকিয়া এমনই এক ব্যধি
সুস্থ্যতার জন্য ঔষধ খুঁজছে নিরবধি।
এই ব্যধির ডাক্তার নেই,নেই কোন ঔষধ
ব্যধিটি আজ সমাজের কাছে মরণ ফাঁদ।
পরকিয়া মত্ত যারা খুঁজে না বাধ - বিচার
সুযোগ পেলে আঁকড়ে ধরে সব অনাচার।
পরকিয়ায় যাকে ধরছে মুক্তি পেতে চায় না
রাগ করিয়া বধুর সাথে মনের কথা কয় না।
করোনার মত মন চৈতালে আক্রান্তই হয়
মনের কথা সব গিয়ে অন্য নারীর সাথেই কয়।
নিন্দাসূচক কাজের মাত্রায় আছে পরকিয়া
স্বামীকে তালাক দিয়ে করে অন্য পুরুষ বিয়া।
পরকিয়া যাকে চরিত্র হীনতার কবলতায় নিয়ে যায়
পরকিয়ায় মান সম্মান যা আছে সব ছিঁড়ে খায়।
ব্যভিচার নিন্দার অপবাদের তোয়াক্কা করে না
পরকিয়ায় যাকে পাইছে সে ছাড়তে পারে না।
অতীত সব স্থিত করে ভুলে বর্তমানকে মেরে
লুটেরা লুটায়ে সব স্বার্থে টেনে আঁকড়ে ধরে।
স্বার্থপতি নিজের গতি বর্তমান অধিপতিরে
সভ্যতার মাঝে নোংরা অসভ্যতায় তারে ধরে।
অসভ্যতাই নির্দিষ্ট প্রেক্ষাপট যদি সূচনা করে
চরম বেয়াদব খেয়ালিপনা ধরে নিব যে তারে।
পরকিয়া প্রকাশ লজ্জা শরম মোহ অসভ্য ঘ্রাণে
কাল দৈত্য অদৃশ্যে করে বসবাস মাথে চরমে।
কামনার উত্তেজনার হিংস্র গহব্বরে হয় নিমজ্জিত
পরকীয়া এমনই ব্যধি ছুঁয়েছে যাকে সমাজ গর্হিত।