মোখা তুই কাঁদিয়ে গেলি (২১৪৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৫-২০২৩
****************************
মোখা তুই কেন কাঁদালি জনপ্রতিনিধিদের
যথাসময় আসতি মারমুখী হয়ে কাছে তাদের।
না এসে তুই ভুল করিলি বাংলাদেশের দিকে
কষ্ট ক্ষোভ মনে কাঁদছে চেয়ে দেখ ওদের দিকে।


তোর জন্য ওরা মাইকিং বারে বারে করেছিলো
জনগনের মাঝে তত ভয় আতঙ্ক বেরেছিলো।
হতাশায় ভুগছে মানুষ মাইকিংএর প্রচার শুনে
মোখা আসার খবরে মন-প্রাণ ভরেছিলো দ্বিগুনে।


মুখ করেছো বাংলার দিকে কেন তুই ঘুরে গেলি?
তোকে নিয়ে যত আশা ভরসা সব বিফলে গেল।
আসবি আসবি এই না এসে কেটে গেল সারাবেলা
মনটা যে ভেঙ্গে চৌচির হয়েছে স্বার্থে জ্বালাপালা।


আসবি না তুই তবে কেনোরে দশ নং সংকেত দিলে
আশার নেশায় মনটা ওদের দশগুন উঠেছিলো ফুলে।
একটা কিছু করবে এবার নিজের জন্য আশা ছিলো
চোখের সামনে ভাসছে ত্রান পাওয়ার আশা যে ছিলো।


ক্ষতি পুরণের নামে এবার সব তৈল মেরে খাবে চেটে
নামে বেনামে করবে তালিকা মনের বাড়িতে গিয়ে হেটে।
সেই আশা যে ভেস্তে গেল মায়াংমারের দিকে গিয়ে
শুধু শুধু ঘাম ঝরালাম বেহুদা মাইকিং প্রচার নিয়ে।


আবার কবে আসবি "মুছারে" তুই আশায় চেয়ে থাকি
কালো বৈশখী,সুপার সাইক্লোন আসবি ঘুমে স্বপ্ন দেখি।
স্বপ্ন আমার বিফল হবে,কেমনে মনকে সামলে রাখি
আশার বসতি গড়বো একদিন শুধু মুছার জন্য থাকি।