যে পাড়াতে বিয়ের সানাই-
     বাজবে ক'দিন পড়ে,
আপসোস করে যাহার বিয়ে
    সে থাকিবে না ঘরে।


ধুমধামেতে সব বর যাত্রীরা-
    আসবে কনের বাড়ী,
যার বিয়ে তার খবর নেইরে
    হায়! বরে দিচ্ছে আড়ি।


আনন্দ করবে, ফুর্তি করবে-
     পরিবারের সব লোক,
তা না করে কেহ আবার
   কষ্ট পেয়ে, করে শোক।
  
বিয়ে বাড়িতে কত যে করে-
     চিৎ বাদ্য করে সবাই,
বৃদ্ধ চাচায় না জেনে বলে
    মোরে করে দে জবাই।


মক্কার মানে হজ্জ পায় না-
   পায় কষ্টের পাহাড়,
যখন শুনে বিয়ের খবর
    অক্ষিতে অশ্রু নামে তাহার।