মোল্লার পাওয়ার (২২৪৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৮-২০২৩ ইং
====================
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত
লোক সমাজে বলে,
এ কথা যে আর পুরনো নয়
মোল্লার বেলায় চলে।


আজান কি তোমার জন্মেতে
মা-বাবা দিয়েছিলো?
আজান ইকামত তোমার কানে
শুধু মোল্লাই দিয়েছিলো।


তোমার নামটি রাখতে পিতায়
মোল্লার কাছে সে ছুটে,
তুমি অসুস্থ হয়ে পরলে পিতা
ইমামের ঝাড়ফুঁক না টুটে।


নামাজের  দায়িত্বটা সবে ওই
ইমামের মাথে বর্তায়,
মসজিদ ও মাহফিলের বয়ান
ইমামের মাথায় চাপায়।


জানাজার নামাজ পড়েতে কিন্তু
ওই মোল্লার হয় প্রয়োজন,
মাপমত কাপনের কাপড় কাটতে
করে মোল্লারা আয়োজন।


তোমার কোরবানিতে মিলাদ দিতে
আয়োজন করে ওই মোল্লা,
মানুষ ইহা জানিয়াও কেন তোমরা
করো মোল্লার সাথে হই হুল্লা।