মন ছুঁয়েছে মন নিয়েছে
   এম,এ,সালাম
    ১৯-০৯-২১
==============
ওই আকাশে ওই বাতাসে
উড়ি ডানা মেলে,
নীল সাগরে ভেলায় চড়ে
ছুঁয়ে নোনা জলে।


জঞ্জাল নীরে তর্জন গর্জন
আছড়ে পড়ে নদীতে,
ভালবাসায় পরলে পাগল
স্থিমিত  নিশি রাতে।


সন্ধায় চাঁদটা উঠলো বাঁকা
গাছ গাছালির ফাঁকে,
বকের সারি নীর ছেড়ে যায়
সাঝঁ সকালে ঝাঁকে।


তারে হৃদ মাঝারে যতন করে
মধুর কথার ভালে,
রোমাঞ্চের ডাকে ছুটে আসে
বাঁধি প্রেমর জালে।


নতুন নিয়মে পুঁজি যতনে
মেটে না যে আশা,
সকল ব্যথা র‌ইল গাঁথা
দেই তবুও ভালবাসা।


উষার লগনে আলোর খেলা
দোয়েল, ফিঙে,শ্যামা,
চঞ্চল  মন হয় দেওয়ানা
ঘোমটায় ঢাকা বামা।


উত্তার পাড়ার সোনার মেয়ে
আসছে পথ ভুলে,
কোন্ গাঁয়েতে যাইবে সুন্দরী
মন নিয়ে যে গেলে।