তোর নরম হাতের ছোঁয়ায়-
     ছুঁয়েছে পাথর মন,
তাইতো আমি তোর জন্য
     সপেছি জীবন যৌবন।


মেহেদী পড়েছো হাতের পড়ে-
     নকশা করেছো কত?
তালুতে করা নকশা গুলো
     মন কেড়ে নিয়েছে যত।


নুপুর পড়েছো তোমার পায়ে-
   রুণুঝুণু শব্দে চলো,
পথচারিদের দৃষ্টি কেড়েছো
    তোমাকে করে ফলো।


পড়েছো তুমি সুদর্শন পোষাক-
     চোঁখ কেড়ে নেয় আমার,
বাহারী রঙের পোশাক কেন?
    জানতে ইচ্ছে আমার।


হেটে যাও তুমি হেলে দুলে-
     আপন মনে পথে,
কোন অভাগা চেয়ে আছে
     তোমার পন্থ পানে।


আলতা রাঙা পায়ে চল যখন-
      সুগন্ধি লাগিয়ে গায়,
মন ছুঁয়ে যায় তোর লাগিয়া
     ভাবী শুধু নিরালায়।


হাতে পড়েছো রেশমী চুড়ি-
     খোপায় পড়েছো ফুল,
তোমার কর্নে দোলে নাকি
     সোনার গড়া দুল।


তুমি ভেবেছো এই অভাগা-
    আমায় ধোকা দিবে নাকি,
বোকার স্বর্গে বাস করে তুমি
     সন্দেহ করবে তুমি।