মন যে বহূরূপী (২০৬৩)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৬-০২-২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
তুই চিনবি একদিন মোরে
বুঝবি সেদিন তোরই ছিলাম,
তোরই আছি,তোরই থাকবো
অদর্শনীয় অন্তরে অন্তরে।


আমি ছিলাম তোর কল্পনাতে
হাতে হাতের ই ছোঁয়া,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তুই
পারলে করিস দোয়া।


কত স্বপ্ন সাধন ইচ্ছার টানে?
এগিয়ে মন্দির মনে,
বোধের কোনে জাগে উদ্ভিগ্নতা
এ চেতন  চিত্তজনে।


ভাবি মনের সুখে নিত্যানন্দে
হররোজ  চলছে হরষ,
এই ধরার বাসে শ্বাসঃপ্রশ্বাসে
নিভু নিভু অভিন্ন আরশ।


দেখছি মন জমিনে উদ্দীপনে
কত উল্লাসিত সুখ?
সেলাম চরণ তলে এই ভুবনে
আঁচল পেতে বুক।


বসন্ত কালে কত অধীর বায়ে?
চৈত্র মাসে রৌদ্র ছায়ে,
বিশ্রম পথিক বটের ছায়ে বসে
দখিনা বাতাস গায়ে।


ওই ছিলাম সাথী ঝড়ের রাতি
ভাবি নিবিড় অনুভব,
অব্যক্ত সুরে মনের কোণেতে
গাচ্ছে ভাবের কলরব।


ছিলাম পাশে সফল আশে,
শুধু মনের  অভিলাষে,
মেঘের ভেলা ঘুরে বেড়ায়
শরত শোভা শুভ্র কাশে।


আমি ছিলাম ভোরে সুপ্তঘোরে
সেই আপ্তবাক্যে বাস,
ইচ্ছেগুলি স্বেচ্ছাচারী করছে
তুয়ার ধ্যান দাস।


দেখো জোড়ার জীবন মতিভ্রম
কার ধ্যানে যে সঁপি,
কদম চরণ ভুলে শূন্যে ঊড়ি
মন যে বহুরূপী।