মনের খতিয়ান (১৮০০)
এম,এ,সালাম
১০-০৬-২০২২
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
একদিন মুষলধারে বৃষ্টি হবো -
ঝরে পড়বো তোর মনের উঠোনে উঠানে,
শব্দহীন পাঁকা ছাদের উপর
নাম বিহীন ফুল হবো তোর হৃদয় কাননে।
নিজেকে আগলে রাখিস দক্ষিণা জানালার পাশে
তুই যদিও আমায় ভুলে যেতে চাস?
ভেবে দেখিস পারবি কি ভুলতে?
হ্যা ভুলতে পারবি ছলনার চাতুরীতে?
মনের উঠানগুলো কত স্মৃতি দিয়ে ভরা।
একঘরে অনল দিলে পুড়বে তোর পাঁজর  
অন্য নীড়ের জানালা খুললে শীতল বাতাস,
রোদ, মেঘ, বৃষ্টিতে ভরপুর ঈশান কোণ-
মনের খাতা খুলে দেখ
আমি ছিলাম,আমি আছি,আমি থাকবো
আছে আমার কবিতা, গান, কথামালা।
কিছু ছন্দ,কিছু সুর কিছু ছন্দপতন
বেলা অবেলা নির্ঘুম রাত্রিযাপন।