মনের কুটিলতা (১৮৯৫)
এম,এ,সালাম (সুর ও চন্দের কবি)
১১-০৯-২০২২
======================
কেউ কাউকে ভালো দেখে কেউ দেখে মন্দ
এই নিয়ে যে কত কথা,আছে অনেক দ্বন্দ।
সত্য কথা  ভালো লাগে  যার মনে  যেমন
এই নিয়ে যত কথা  বদলায় না যে তেমন।
আমরা নেই না, কেউ কাহারো মনের খবর
বাড়াবাড়ি করে কুৎসা রটাই এ ঘর ও ঘর।
অতীতের কথা ভুলে গিয়ে,লাগাই কত দ্বন্দ্ব?
তাই ভুলে যাই ভালো লাগা আছে যত  ছন্দ।
ভুল বোঝা বুঝিতে ভুলে যাই বুঝার শক্তি নাই
মনের সাথে মন মিলালে তা কেমনে ভুলায়।
প্রেম ভালোবাসা ধার ধারে না জাত কুল মান
প্রেম করো না তুমি যাতে যাইতে পারে জান।
সুন্দরের লোভ যার আছে সে স্বার্থে খুঁজে মন্দ
আসল চোখটা হারিয়ে গেছে তাই তো সে অন্ধ।