মরণ যন্ত্রণা( ২২০৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৭-২০২২
***********************
মরণ যন্ত্রনা কত যে কঠিন
আমি দেখছ পাশে বসে,
দেখলে সবার ঈমান আসবে
এই দুনিয়া পরিবে ধ্বসে।


শ্বাস-প্রশ্বাস নিতে কত যে কষ্ট
কেউ বুঝবে না,না দেখলে,
মনে হয় যেন ছাতি ফেটে যাবে
শ্বাস টেনে আবার ছাড়লে।


কথা বলে না হাত পা নাড়ে না
শুধু গলার ভিতর শব্দ,
মনে হয় যেন আজরাইল (আঃ)
জান করে বুঝি এই জব্দ।


আহ! কত কষ্টে শ্বাস টেনে নেয়
ছাড়তে নেয় বড় নিঃশ্বাস,
এই জীবন আর কতক্ষণ আছে
নেই জীবনের কোন বিশ্বাস।


হাত পা যেন অবাশ হয়ে গেছে
নড়া চড়ার নেই আলামত,
মনে হয় যেন এই জীবন নদীতে
বহে ঝড়ো হাওয়া কেয়ামত।


নাক কান ভেঙ্গে ঢলে পরেছে
চোখ বুজেছে চিরতরে,
এই কঠোর প্রাণ ছাড়তে চায় না
আলো ছেড়ে অন্ধকারে।


বাবার মরন দেখেছি শিশুকালে
মায়ের মরণ দেখেছি সেদিন,
বোনের মরণ অবলোকন করেছি
তারা ফিরে আসবে কোনদিন?