মইররা যামু গরমে (বরিশাইল্লা ভাষায়)
      এম এ সালাম
           ০২-০৫-১৯


ওরে হালার চত্তিরের গরম-
   কাইড়া নিলি মোর শরম,
টিয়াবলে গা ভিজাইলে
    মনডা লাগে ঠাণ্ডা নরম।


লঙ্গি থাহে উপরে উইঠা-
     রাইতে পাছা  থাহে জলা,
কাজকম্ম খাওয়া থাইম্মা গ্যাছে
       যায় না মোডে চলা।


রাত্তিরে ঘুম আয় না যে মোর
         এপাশ ওপাশ হরি,
বিছান ভেজে, ব্যপশা ঘামে
     গরমের জ্বালায় মরি।


ফ্যান ঘোরে একছের কম-
           বাতাস লাগে না গায়,
গার লগে গা মিশশা মাগি
          ঘুমাইতে ক্যান চায়।


বেইন্নাহালে দুফারের মতো-
     ফাত ফাত করে চোকের ভ্রু,
পেডের মধ্য স্বাধীনের যুদ্ধ
     এটটু বেশী খাইলে হয় শুরু।


ফ্রিজের পানি খাইতে খাইতে-
     বোহে জোমছে কফ,
কাশের চোডে বইট্টা গেছি
     খুয়াইছি মান ইজ্জত সব।


দুহার অইলে গাছের ছাওয়ায়-
     লাগে শরীল্ডা ভাল,
রৌদে গ্যালে শরীলডা মোর
     হইয়া যায়রে কালো।


মনডা চায় পুহাইরে যাইয়া-
    গা ভিজাইয়া থাহি,
হাইব্বা কয় ওরে ন্যাবাই
   পানতে ছোড ছোড জোঁক দেহি।


২৮-০৪-১৯ ইং
নিজ গৃহ।