মৃত্যু সন্নিকটে (২৪৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৪-২০২৪ ইং তাং
=====================
আমি মরলে কেউ কান্দিও না
কেউতো কারো নইরে ভাই,
ওরে দেশের মানুষ দেশে যাবো
হাসিমুখে বিদায় দাও সবাই।
ওইদিন একা একা যেতে হবে
স্ত্রী-পুত্র রাখিও তাই মনে,
কেউ হবে না রে সঙ্গের সাথী
কোন স্বজন আমার সনে।
আমি যা করলাম এই ভুবনে
তাহাই মনে রাখিও সবাই,
জন্ম হতে এই পর্যন্ত সবকিছু
গচ্ছিত রেখে গেলাম তাই।
কত ভুলত্রুটি করেছিরে ভাই?
তোমাদের কাছে ক্ষমা চাই,
ক্ষমা করবেন দোয়া করবেন
হাতে আর বেশি সময় নাই।
আমার মরনের খবর যখন
পৌছবে তোমাদের কানে,
এক নজর সাক্ষাৎ করিও
আমার নিথর লাশের শনে।
কোরান পড়ে দোয়া করবেন
ফিরার তো আর আশা নাই,
অন্ধকার ওই কবরের মাঝে
শান্তিতে আল্লাহ রাখেন তাই।