মুজিব তোমায় ভুলবো না
     এম,এ,সালাম
      ১৬-০৮-২০


মুজিব,নদী মার্তৃক দেশে তোমার ঠিকানা
সারা পৃথিবীর আকাশ বাতাস ছোঁয়া,
তোমার কথা যখন শ্রদ্ধাভরে স্মরন করে
তখন বাঙালির হৃদয় হু হু করে কেঁদে উঠে
তোমার চোখে যে স্বপ্ন আঁকা ছিল তা আজ
বাস্তবে রুপ নিয়েছে
কিন্তু ওই পাষন্ডের দল তোমাকে তা দেখতে দেয় নি।
তোমার চোখে ছিল স্বাধীনতার মহাসুখ স্বপ্ন
যা তুমি রক্ত দিয়ে ছিনিয়ে এনে বাংলার মানুষকে
ঋনী করে রেখেছো
তোমার জন্য আজ সোনার বাংলা সোনায় পরিণত হয়েছে,
বাঙালীরা কাহারো গল্গ্রহ হয়ে বেঁচে থাকতে হবে না সামনের দিনগুলোতে।
আজ বাঙ্গালিরা কাহারো করুনার পাত্র নয় সেই
সুযোগটুকু শুধু তোমার জন্যই হয়েছে।
তোমার মেধা,পরিশ্রম, রক্ত আজ সোনায় পরিণত হয়েছে
সেই স্বপ্নের ফুল ফল পুর্ণাঙ্গ রুপদান শুধু তোমারই জন্য
মুজিব, তোমার জন্য ই আজ আমরা স্বপ্নের ফলিত কাননে বাস করছি।
তোমার রক্ত বৃথা যায় নি,তোমার রক্তধারা আজ বাঙার স্বাধীনচেতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় ধাবমান,
মুজিব তোমার কথা যখনই মনে পড়ে, তখন চিৎকার করে বলতে থাকি এমন মানুষের বুকে
যারা গুলি করতে পারে যারা,তারা মানুষ নয় নরপশু,
তারা রাজাকার পাক হানাদারের দোষর।
ওই নরপিচাষদের ঘৃণাভরে স্মরণ করি
ওদের কথা মনে পরলেই থু থু ফেলতে হয় ওদের
মুখের উপর।
হে মুজিব তুমি চেয়ে দেখো তোমাকে যারা হত্যা করেছে, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তোমার হত্যার বদলা নিয়েছে বাঙালিরা
মুজিব তুমি চেয়ে দেখো দেশ বিদেশী কত কোটি কোটি মানুষ
শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া করে তোমার আত্মার মাঘফেরাত কামনা করে
তোমার বীর বাঙালি আত্মা, সাধারণ জনগন সহ আওয়ামী প্রিয় মানুষেরা বাংলার বন্ধু হিসেবে স্থান করে নিয়েছে,
তুমি আমাদের মাঝে অমর তোমার স্বপ্ন অমর
হয়ে চির মহিয়ান হয়ে থাকবে
আজ আমরা প্রান খুলে দোয়া করছি তুমি বিশ্ববাসীর মাঝে স্বমহিমায় বেঁচে থাকো,
পদ্মা,মেঘনা,যমুনার স্রোতধারার মত ধাবমান হোক তোমার ঠিকানা।