মুখের কোনে ঘাঁ
    এম এ সালাম
        ২২-০৭-১৯


ওরে খেয়াল রাখিস
     ওই মুখটির দিকে,
নইলে ফেসে যাবি
   কাঁচা ধানে মই দিয়ে
আর কত জ্বালাবি।


হায়! এখন কি দেখি?
বাবার অপরাধের জন্য,
খালুর ফাসির আদেশ
শাক দিয়ে মাছ ঢাকাই
মোদের স্বভাব স্বদেশ।


লোভে পইরা হাতিয়ে নিলি
সব গরীর দুঃখীর টাকা,
হাজার কোটির মালিক হয়ে
মান ইজ্জত সব হারিয়ে
পিসলি নিজের চাঁকা।


জনাব সবার চোখ খোলা
মাছ শিকার কর রে কেন?
পানি করে তুই ঘোলা,
সেলফি তুলেই হাতিয়েছো
ভরছো মজুদ গোলা।


এবার সবাই বুঝ পাইছে
কোথার বিষ কোথায় জমে?
চুমুক দিয়ে সব খাইছে
নেতার মাথে লবন রেখে
আমড়া অ্যাপেল খাইছে।


চোখ কান মানুষের খোলা
কেন সুরসুরি দিয়ে বোলা?
মিডিয়াও চোখে দেখে,
যার দ্বারা ভুত ছাড়াবো
তারে ধরছে কালাভুতে।