মূর্খের কান্ড (২১৯৫ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের  কবি)
০৮-০৭-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মুর্খ যারা বুঝে না তারা
বুঝাতে লাগে কষ্ট,
বুঝাতে গেলে বুঝ মানে না
রেগে মেগে হয় রুষ্ট।


তাদের মতে মতো মিলালে
তারা খুশীতে আত্মহারা,
সঠিক কথা বুঝাতে গেলে
তারা হয় যে দিশেহারা।


ওরা বলে আমরাই সঠিক
ওদের ঘটে বুদ্ধি কম,
যার কারণে বুঝ মানে না
অন্তর তাগুতের যম।


এই সমাজে মুর্খ লোকজন
শোনেনা কাহারো কথা,
বড় তালগাছটা আমার কিন্তু
দিতে হবে আমায় যথা।