মুর্খের উদাহরণ (২১৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৭-২০২৩ ইং
======================
একটা মুর্খ দেখেছি আজ সকালে
তর্ক করে শিক্ষিতদের সাথে,
তাতেই আমি বুঝতে পেরেছি তার
কতটুকু জ্ঞান আছে মাথে।


অশিক্ষিতের মত কথা বলে যায়
কাউকে সম্মান দেয় না,
কার সাথে কিভাবে কথা বলতে হয়
সে ভদ্রতা দেখায় না।


অবান্তর সব বলে যায় বেয়াদব
শুধু শুধু বেহুদা তর্ক করে,
আবোল তাবোল বলতে পারলে
নিজের গৌরব মনে করে।


সে সুধী সমাজের মাধুর্য আচরণ
সম্পর্কে সম্পুর্ণ অনভিজ্ঞ,
মাঝে মাঝে শুদ্ধ কথা বলিয়া
নিজেকে ভাবেন অভিজ্ঞ।