মুর্খতার শ্রেনি বিভাজন(২০৬৬)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০১-০৩-২০২৩
=====================
ওস্তায় কাটে নাকি মাপ মতন
আত্মীয় বান্ধব চিনে না,
উপকারের কথা ভুলে গিয়েই
ওস্তায় কাউকে ছাড়ে না।


এটি এম সা মত টাকা চিনে
টসটসে নোটে ফিরে হুশ,
সামান্য স্বার্থের ব্যঘাত ঘটলে
মেজাজ তাহার হয় রুশ।


টাকা প্রিয় বউয়ের চেয়ে বেশী
নগদ পেলে মহা-খুশী,
তাকে পেটে দিয়ে পিঠে দিলেও
অসুবিধা হয় না বেশী।


রক্তের সম্পর্ক চিন্ন করতে সে
এক পায়ে দাড়িয়ে আছে,
কাছের মানুষ দূরে সরাতে ব্যস্ত
জোর তদবীর অনায়াসে।


টাকা নাকি গুইলের ও আছে
সম্মান আছে কয় জনার,
মুর্খের আবার সম্মান কিসের
কিছু পেটে দিলেই ওনার।