মুষা নয় কম্মকরি
   এম এ সালাম
      ০৯-০১-২০


স্তৈন্য নয় কর্মের মাঝে-
  পাই যে কত সুখ,
নিজের খাটা নিজে করি
  নেই যে কোন দুঃখ।


বয়সের ভারে নূহ্য হয়ে-
    বিবেক বিকাই না,
খাটনি দিয়ে জীবন কাটাই
   কাহারো ধরনা ধরিনা।


অন্যের কাজে জবাবদিহিতা-
    নিজের কাজে নাই,
মেহনত করে যাহাকিছু পাই
    তাহা দিয়েই খাই।


এই কর্মের মাঝে সবশান্তি-
   সতত আত্মতৃপ্তি পাই,
কেহ এসে কোন সময়ই
    নজরদারি করে নাই।
    
কাজের মাঝে লজ্জা নেই-
    সতে যাহা কিছু করি,
রাতারাতি বিত্তবান হইতে
     করিনা পুকুরচুরি।