ন্যাবাইর কান্ড (২৩২৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১১-২০২৩ ইং
*****************************
ন্যাবাই হুকুম দিয়ে সব করাইলেন
মুই বাড়ি থাকি তুই দক্ষিনে যা,
নচেৎ তুই দক্ষিনে যা মুই বাড়ি থাকি
দক্ষিনে ভালো ঝালো গিয়ে খা।
ন্যাবাইর বয়স হইছে দৌড়াদৌড়ি পারে না
ন্যাব,সে কথা বললেই তো হয়,
ন্যাবাই ঘুইরা ফিইরা বাড়িতে থাকবা
বুঝেছি ভাবির মুখ দেখবা ফাও।
ন্যাবাই হুকুম দিয়া কোলার কাজ করায়
সে করে বাড়ি দেখাশুনার কাজ,
খাবার সময় বড় মাছের মাথা ভক্ষন করে
নাবাই যে মোদের মাথার তাজ।
ন্যাবাই বড় দায়িত্বশীল লোক,পরমর্শ দাতা
সে কাজে লাগাইয়া যায় বাজারে,
ভাবির জন্য স্নো পাউডার আয়না চিরুনী
ব্যয়ের হিসাব দেখায় কত হাজারে?
ন্যাবাই বড় ভালো লোক,গাঁয়ের সবাই কয়
ন্যাবাই মিথ্যা বললেও সত্য ভাবে,
তার কোন দোষ কেউ ধরতে পারে না
তার আসল চেহারা দেখে খাবে।
ন্যাবাই কাদার বাইম মাছ,গায় কিছু লাগে না
হাজী বলে সবকিছু এড়িয়ে চলে,
ন্যাবাই সাক্ষাতে জি ন্যাবাই হ, ন্যাবাই
পিছনে সমালোচনায় ঝড় তুলে।