নাক কেটে মানবতা
     এম এ সালাম
        ২৪-১২-১৯


নিজেকে অনেক বড় ভাব-
   বউ বলে চাল নেই ঘরে,
সে বলে রাধ সের তিনেক
  মানবতা দেখাবো আর কবে।


টাকা না থাকলেও ধার দেনায়-
    মুছাফির আসলে দুয়ারে,
একশ,পাচশ দান করে দেয়
   দেখুক এই  লোক সমাজে।


ঘরে ইঁদুর পড়ে আর মরে-
    বলে যায় মানবতার বুলি,
ঋণের ভিতর হাবু-ডুবু খায়
  ঋণের কিস্তি আছে এক ফালি।


দানের হাত হার মেনে যায়-
     শিল্পপতি আছে যারা,
ঋণের চিন্তায় থাকে সতত
     পাওনাদার দুয়ারে খাড়া।


যদি ও আমার সম্বল নেই-
    কিন্তু সমাজ তাহা দেখেনা,
বাইকে চড়ে ঘোরে ফেরেই
    নিজেকে সমাজে ছোট করেনা।