নারায়নগঞ্জের বীজ
       এম,এ,সালাম
         ০৬-০৫-২০
    
করোনার ভাল বীজ নাকি নারায়নগঞ্জে
সেখান থেকেই সাপ্লাই হচ্ছে শহর গ্রামগঞ্জে।
অঙ্কুরোদগামের ক্ষমতা নাকি সবার চেয়ে বেশী
নারায়নগঞ্জে ফলন ভাল বলে বাংলাবাসি।
একশো ষাটে অঙ্কুর হয় একশো পঞ্চাশ
এই ম্যাসেজটি ছুঁইয়ে দিল অন্তরে বিশ্বাস।
এই বীজ যেথায় গেছে সেথায় ফলন ভাল
নারায়নগঞ্জের খবর শুনলে অন্তরপুড়ে কাল।
দেশের সবখানেতে পৌছে গেছে এই বীজের কথা
বীজের কথা শুনলে মানুষ চমকে উঠে যথা।
বালির জাহাজে সাপ্লাই হচ্ছে শুনি মতান্তরে
ড্রাম ভরে ট্রাকে করেও যায় দেশ দেশান্তরে।
আমায় গাঁয়ে একটা বীজ আসছে গতকাল
এলাকাবাসি সচেতনতার সহিত করছে দেখাভাল।
এই বীজ গুদাম জাত করছে ভাল করে
চৌদ্দদিনে আলোর মুখ দেখাবো না ওরে।
ঘরের যত পূরাণ বীজ  গতকাল থেকে
ঘরের ভিতর রাখছি তাদের আলাদা ওর থেকে।
লক ডাউনে থাকে কিনা দেখবে বাড়ির মানুষ
বাঁচতে চাইলে সচেতন হও হারাইও
না হুশ।
হোম কোয়ারেন্টাইনে  সুনজরে রাখছি সবারে
যার যার রুমে সে থাকবে যে যার মত করে।


বিদ্রঃ-আমার এক ভাতিজার অনুরোধে আজকের প্রয়াস।