নারী ও ভালোবাসা (২০৫৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০২-২০২৩
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
ভালোবাসতে কোন দিবস লাগে না
মুসলিমের ভালোবাসা হররোজ হয়,
তুমি মানুষ জাতি হয়ে করো না  হুতাশ
ভালোবাসা শুধু  চৌদ্দ তারিখ নয়।


তুমি উথাল-পাতাল আবেগী মনে
দিও না কাউকে নিজেকে বিসর্জন,
বিচারে রবের কাছে কি জবাব দিবে?
সারা জীবনে কি করিয়াছো অর্জন?


ওহে পড়ো না তুমি জালিমের পাল্লায়
বিলিয়ে দিও না সুন্দর পবিত্র দেহ,
রস খেয়ে ছুঁড়ে ফেলে দিবে তোমায়,
তাহার ফুরাবে যখন সকল মোহ।


নারী তুমি কেন হবে দেহ পসারিণী?
উচিৎ ছিল তোমার ইসলাম প্রচারিনী,
শরীর ঢেকো,পর্দা করাই দেহের ভূষণ
ভয় করো না কভু জালিমের শোষণ।


হায়নো হিংস্র পশু থেকে দূরে থাকো
নিজের মান সম্মান বজায় রাখো,
ভুলেও করিও না পরকিয়া দেহ দান,
জানো সবচেয়ে দামী তোমার সম্মান।