নারী (১৯২২)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৮-১০-২০২২
================
কিছু মানুষ যতই ভাবুক
নারী খেলার পুতুল,
সুস্থ্য সমাজ গড়তে যেন
সভ্য নারী অপ্রতুল।


নারী ছাড়া পুরুষ জাতি
পারেনা সফল হতে,
খারাপ নারীর পাল্লায় পরে
জীবন কেল্লাফতে।


নারী ব্যতিত পুরুষ জাতি
সফল হবার নয়,
কোন এক সু- নারীর গর্ভে
মানুষ জন্ম হয়।


নারী যে মোদের মা-মাসী
নারী যে কন্যাসম,
এই নারী কখনো স্ত্রীর মত
নারী তুমি অন্যতম।


সৃষ্টির সুখের জন্য নারী
কষ্টকে ভাবে সুখ,
সন্তান মানুষের মত মানুষ
হলেই গর্বে ভরে বুক।


ওই জন্মদাত্রী মা যে নারী
ঘর কন্যার সৃষ্টি,
পন্য যারা ভাবে নারীকে
আছে যে কুদৃষ্টি।