নারীর অধিকার (২০৮০ তম)
এম,এম,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৩-২০২৩
=================
নারী যে নয় ভোগের পণ্য
একথা রাখতে হবে মনে,  
ভালো আচার আচারণ কর
ওই মা বোনদের সনে।


নারীর পেটে জন্ম নিয়ে নারীকে
তোমরা করো না অসম্মান,
সব ধর্মীয় বিধানে নারীকে দিছে
পুরোপুরি শ্রদ্ধা ও সম্মান।


নারী মা নারী ভগ্নি নারী প্রিয়তমা
নারী জীবনসঙ্গিনী বউ,
নারীরাই পরিবারকে আগলে রাখে
এমন রাখে না অন্য কেউ।

ভালো নারী হতেই জন্ম জগতের
যত ঋষি পীর আঊলিয়াগন,
যাদের মহৎ জ্ঞানের আলোকরশ্মি
সব আলোকিত করে ভুবণ।


নারীজাতির সাথে করতে নেই যে
জাহেলিয়া যুগের আচরণ,
বর্তমানে নারীরা করছে বিশ্ববিজয়
চালাচ্ছে নারী দেশ প্রশাসন।


দেশ ও জাতি দিতে হবে নারীদের
সঠিক ন্যায্য মূল্য অধিকার,
নারী নিয়ে চলিবে না মনোরঞ্জন
চলবে না ইচ্ছে মত আর।