নিজ স্বার্থে বন্ধু খোঁজে
    এম,এ,সালাম
     ০৪-১০-২১
==============
সত্য কথা বলতে পারি না
মুখের কোনে ব্যথা,
অসময়ে কেন সাক্ষাতে ব্যস্ত
মনে নেই সেই কথা।


বন্ধ মোবাইল তালাশ করে
আজ কথা বলার তরে,
সময় থাকতে আস নি কেন?
খুঁজো নি সুজন বন্ধুয়ারে।


সত্য কথন বলার অধিকার
এখনই কিন্তু কাছে,
স্বার্থ আদায়ে মধুর আলাপ
পরে যায় কেন পিছে?


খোঁজ খবর নিয়ে দেখা গেল
সুরেশ তৈল দিতে ব্যস্ত,
কথার ভাব সাব দেখলে বুঝায়
ক্ষমতার হাত বড় মস্ত।


আজ সত্য বলার মানুষ কোথায়?
সমাজে সত্যের ভাত নাই,
আজ স্বার্থ দিতে পারে যে জন
তারে বাহাবা দিয়ে যাই।


এতদিন স্বার্থে যারা পাগল ছিলে
এখন স্বার্থ কোথায়?
মধুর মধুর নীতি কথন আজ
মানবতার ধোকায়।