নিন্দা (২১৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৬-২৩ ইং
=================
এমন সাহস দেখাইও না
যার নিন্দা সবাই করে,
মান সম্মান নিয়ে আসো
তুমি  বড়াই না করে।


নিন্দুকের প্রসংশা কেহই
আজ শুনতে চায় না,
প্রতিবাদ তাই করতে হবে
বাড়তে দেয়া যায় না।


থলে থলে মান সম্মান যার
এক থাপ্পরে কত যাবে?
নিজের ঘারের দাদ সমস্যা
তোমার প্রসংশায় যাবে।


কেমনে তুমি রোগাক্রান্ত হয়ে
চিকিৎসার ভার নেও?
এই দুর্বল মনের মানসিকতা
কেমনে টাকায় বিকাও।


তুমি এমন সাহস দেখাইও না
নিজের ঘারে টেনে,
তোমার গুন গাইবে না কেউ
তোমার খারাপ জেনে।


প্রবাদ,চোরের মায়ের বড় গলা
এটা দেশের সবাই বলে,
নিন্দুকের মুখে বড় বড় কথা
সতত গলা ফাটিয়ে বলে।