নীরবতা
এম,এ,সালাম
১৩-১১-২০


কথা যদি বলতে না পারিস
     চুপটি মেরে থেকো,
অসংগতি কথার চেয়ে ভাই
     না বলাই ভাল কত?


এক শ্রেনীর লোক আছে ভাই
     ভাল-মন্দ না বুঝে,
সে অসংগতি কথার ঝোলাটা
      কান পেতে খুঁজে
    
ইশারাতে থামিয়ে দিতে হয়
    যদি তাতেও না হয়,
মুখের উপর আঙ্গুল রেখে
     নীরব বলিতে হয়।


বুদ্ধিমানেরা সব সময় যে
    কম কথা বলে থাকে,
নিজেয় ঘটের সু-বুদ্ধিটুকু
   নিজের ভিতরে রাখে।
    
বুদ্ধি খাঁটিয়ে কাজ করে যায়
    কাজে লোকমা দিবার নয়,
প্রকাশের চিন্তা করিলেও কিন্তু
      আস্তে চুপসে মেরে রয়।


চুপ থেকে তুমি পরিচয় দাও
   জ্ঞানীদের একজন,
বেশী বাক্য শুনিতে চায় না
     উপস্থিত সুধীজন।