নীরবে কাঁদায় (২২৩১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৮-২০২৩
***********************
কিছু স্মৃতি সুখের ও কষ্টের
জীবনে দুটোই হয়,
আনন্দ ও বিলাসিতার স্মৃতি
মনে সুখ যে বহায়।
    
জীবনে কষ্টের মলিন স্মৃতি
কালো বেদনাময়,
বুকের ভিতর বরফের মত
পাথর চেপে ই রয়।


সুখের স্মৃতিগুলো যে মানুষ
ভর করে বেঁচে থাকে,
তার জীবনটা পরশ পাথরের
ন্যায় আমরা বলি তাকে।


আর দুঃখের স্মৃতিগুলো যাকে
সদা কুড়ে কুড়ে খায়,
সেই অসহনীয় ও অবলিলায়
জীবনটা বড়ই অসহায়।


চলার পথে জীবন থমকে যায়
মানুষ তখন বড় অসহায়,
হৃদয়ের অজান্তে সেই মানুষটি
তার স্মৃতি খুঁজে বেড়ায়।


ভালো কিছু স্মৃতি স্মরণ করে
মানুষ কিছু সান্তনা পায়,
আর কষ্টের কিছু স্মৃতি মানুষকে
নীরবে গোপনে কাঁদায়।