নীরবে কাঁদি এখন (১৮১২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৬-২০২২
_________________________
সুজন আমি হইয়া দূর প্রবাসী
নীরবে একা বসে কাঁদি,
যে জন ছিলো আমার আপন
তারে আজও ভালোবাসি।


নিষ্ঠুর বন্ধু তোরে ভালোবেসে
আমার হইলো ক্ষতি,
শেষ করিলাম জীবন যৌবন
কি হবে আমার গতি?


কেমন করে বুঝি বন্ধু তোর
মন-প্রাণ ভরা ছলনা,
কেমন করে হরণ করলি বন্ধু
আমার মন বল না।


পাষান বন্ধু আমার কষ্ট দেখে
তুই কেন কর হাসাহাসি,
তবুও আমি ক্ষমা করে দিয়ে
আজও তোরে ভালোবাসি।


আমার পাষাণ বন্ধুর মন জুড়ে
চল-চাতুরী ভেলকিবাজি,
সকল কষ্ট সয়ে নিয়ে আজও
ভালোবাসায় আমি রাজি।