নিশিরাতের স্বপ্ন (১৮৩৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৭-২০২২
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
ভাবনার সুগভীরে আজ অনুভুতিহীন কল্পনা
ভাবনার ফল চড়াই উৎড়াই করে শুধু জল্পনা।
মনের কোণে উদয় হয় নিত্য সুক্ষ্ম কত আল্পনা
কবিতার জন্য উপত্ত খুঁজি সে কথা যে গল্পনা।
এই ভাবনাগুলো নিশিরাতে থাকে জট পাকিয়ে
কবিতার পাতায় কত আবেগ ভরে যায় মিশিয়ে৷
যত কষ্ট হৃদয়ের ব্যথা কল্পে লেখে রাতের গভীরে
সুখ স্বপ্ন থাকে তখন অজান্তে মুখ ঘুরিয়ে আঁধারে৷
ইচ্ছে গড়া কাব্যের  ভাবনার আজও যে জুড়ি নেই
একটি লেখা একটি কবিতার মনের মত উত্তর নেই৷
ভাবনাগুলো খেলা করে রাতে স্বপ্নের  রঙ সাজিয়ে
ঘুম ভাঙার সাথে সাথে হায় কোথায় যায় পালিয়ে৷
প্রেম ভালোবাসার এমন ধরণ কেবল যায় উড়ে
কাব্যের পাতা কত জগত অনুভূতির রাত ঘুরে।
মনের কোনের ভালোবাসা স্মৃতির পাতার বাসনা
হৃদ কোমলে আবেগ ভরে একটু ফিরে এসোনা।
আজ কাব্যের ছত্র ধরে শুধুই ভাবনার ছবি আঁকি
মন কাননে সে ছবি আমি হৃদয়ের এ্যালবামে রাখি।
ভাবনা আমার গভীর রাতে থাকে রূপকথায় দেশে
পাতায় এসে লাইন করে নেয় চুপিসারে এসে মেশে।