নিষ্কর্মা (২২১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৭-২৩ ইং
==================
পাগলের হাতে মিঠা দিলে
চুষে খাইয়া লাইবে,
অযোগ্যকে ক্ষমতা দিলেও
কলকাঠি নাড়াইবে।


মাদবারি হাতে পাইয়া কেন?
নানা ছল চাতুরী করে,
গোপনে পোপনে প্রতিপক্ষের
সাথে গোপন চুক্তি করে।


অযোগ্য লোক টাকার বলে
যে যোগ্য হইয়া যায়,
এমন নিদর্শন সব-খানেতে
দেখতে পাওয়া যায়।


অযোগ্য কে যোগ্য বানাইতে
সুদ- ঘুষ লাগে যত,
সাদা কাপরে ময়লা লাগলে
ধুইলেও যায় না শত।


যোগ্য অযোগ্য কাজের মাঝে
প্রকাশ পেয়ে থাকে,
এই সমাজের নিষ্কর্মা লোক
কিইবা ভুমিকা রাখে।