নিষ্কর্ম সুখ
   এম,এ,সালাম
          ২৯-১০-২০


সহধর্মিণীর কামাই খেয়ে
            তুমি কর আজ বাহাদুরি,
                     লোক সমাজে বলে বেড়াও
                              আমার স্টেটের জমিদারী।


                     একটা টাকা কামাই করো না
             দিন কেটে যায় শুয়ে বসে,
     লোকের কাছে বলে বেড়াও
বউ বলে যা সব মিছে।


সব খানেতে ভাব দেখাও
      তুমি নাকি পরিবারের মহারাজ,
             বেহায়ার মত ভাব দেখাও কেন?
                     তোমার চোখে নেই শরম লাজ।


                    অঙ্গপ্রত্যঙ্গ  দিয়েছে প্রভু
            দেহের চারটি হাত পা সবল,
     প্রভু বিবেক বুদ্ধি কম দেয় নি
মনে শক্তিও আছে প্রবল।


স্বামী একটু হলেও বুঝ এবার
        বউয়ের সংসার গড়ার কষ্ট,
                নইলে এ জীবন বিপন্ন হবে,
                         ভবির সুখ হবে বিনষ্ট।


                        আল্লাহর  কাছে প্রার্থনা করি
               সুপ্রিয় একটু ভাল হয়ে চলো,
         নিজের হাতে রোজগার করে
  সংসারে দেখাও সুখের  আলো।