নবীন বরণে তেইশ (২০০৮ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০১-০১-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আশা ভরসার  হিসেব নিকাশ
সারা বছর করেছি বসে,
সবার জীবন থেকে একটি সন
পড়ে গেল হেলায় খসে।


কেহ পেয়েছে সুখ কেহ বেদনা
হিতে বিপরীত পুরোটাই,
হিসেব মিলে না গরমিল দেখছি
জীবনের ছন্দ পতনটাই।


আসে আর যায় এইতো জীবন
দেখছি নিয়মে ধরাবাঁধা,
চিন্তা ভাবনা যতই করি না কেন?
হদিস যে গোলক ধাঁধাঁ।


তেইশের আগমনে তবু খুঁজে যাই
বিগত দিনের সব ভুল,
শোধরিয়ে নিবো সব ভুলের হিস্যা
ভবি থাকি যেন নির্ভুল।


যত হিংসা বিদ্বেষ হানাহানি আছে
মন থেকে ভুলি এতক্ষণে,
বিশ্ব মানবতা জাগ্রত হয়ে উঠুক
নতুন স্বাগত সালের সনে।


সেই বিশ একুশের ঘাতক ব্যাধিটা
প্রায় নির্মুল বাইশের কালে,
তেইশ তুমি ভালোর পথ দেখাও
ওই স্বপ্নের মত মায়াজালে।


তেইশের রূপ রঙ যে কেমন তব
পুষ্পপরাগে সাজাই ঢালি,
এসো হে নবীন বরণ করি আজ
সবাই জোড়ে বাজাই তালি।


ওই তেইশ  নাকি  দুর্ভিক্ষের বছর
দেশের জ্ঞানীগুণীরা বলে,
সবাই আল্লাহর কাছে পানা চাই
ইহা বাংলায় যেন না ফলে।


আমার যেখানে যত বন্ধু আছেগো
আই লাভ ইউ মাই ডিয়ার,
স্বাগত জানাই প্রাণখুলে আজ যে
বারোটায় হ্যাপি নিউ ইয়ার।