নব প্রজন্মের জন্য (২১৫৮ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০১-০৬-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সারাজীবন যা কিছু করলাম
ওই নতুন প্রজন্মের জন্য,
তবুও ওরা সুখী হতে পারে না
পিতামাতার ভুলের জন্য।


ভালো কিছু খায় নি তো পিতা
ভালো কিছু পরে নি তাই,
সন্তানের মুখের দিকে তাকিয়ে
বিলাস ত্যাগ করেছি ভাই।


ভালো জামা পাঞ্জাবি জুতা তো
পরি নি অর্থ রক্ষার জন্য,
তবুও সন্তান বুঝে না পিতার
ওই নোংরা চলার জন্য।


খেয়ে না খেয়ে যা কিছু করেছি
করেনি নিজের বেলায়,
তবুও সন্তান পিতামাতাকে নিয়ে
শেষ বয়সে কত খেলায়?


কবরে তো কিছু নিবে না পিতায়
সব রেখে হবো যে পর,
তবুও সন্তানের মুখ যে মলিন
সেদিন আপন যে কবর।