নষ্টা নারীকে সবাই ঘৃনা করে-
  দেশবাসীর এটা কি মহা পাপ,
ছকড়া নকড়া করাই স্বাভাবিক
  নষ্টার পাবে কি কোন মাফ?


পিতামাতার আদরের ফসল-
    ছেলে মেয়ে উভয়েই,
তাই বলে কি চুন কালি দিয়ে
    সুন্দর মুখ ঢেকে দিবি।


নষ্টামেয়েরা সব সমাজের কাছে
   হয়ে থাকে মস্তবড় বোঝা,
মৃত্যুর পরে এই সকল দায়ুসদের
    ফেরেস্তারা করিবে সোজা।


চরিত্র যদি ওদের ভাল থাকিত-
   পিতামাতার মুখে ফুটিত হাসি,
  চোঁখের সামনের রঙিন স্বপ্ন
    বাস্তবায়ন হত দিন রাতি।


তোরা এত নষ্টামি করলি কেমনে-
     পিতামাতার স্বাক্ষাতে,
অস্বাক্ষাতে কি পার তোরা?
    কেহর বুঝিতে বাকী আছে।


গাছ লাগাইছিল ফসলের লাগি
   ফলছে কিছু পোড়া ছাই,
আপছুছ করে বলে পিতামাতা
  এ জগতে মোদের কেহ নেই।


লোভের বশিভুত হয়ে বিক্রি করিলি-
   তোমার পবিত্র দেহ খানি,
অতি লোভে যে তাতি নষ্টরে
    স্বার্থে করিলি নষ্টামি।


জগত জুড়ে নাম কামাইলি-
    সুনাম রেখে কুনাম,
জীবিত রেখেই কবর দিলি
    পিতামাতার হল বদনাম।


ওদের থেকে দূরে থেকো-
   ওরা যে ছোঁয়াছে রোগের মত,
যাদেরকে ওরা ছুঁইয়ে দিবে
    তাদের যাবেনা ধুইলেও ক্ষত।


কয়লা ধুইলে যে ময়লা যায় না
    প্রবাদ প্রবাচনের কথা,
নষ্টামিদের নষ্টামি যায় না
  সাবান দিয়ে ধুইলে যথাতথা।