নষ্ট রক্তে জন্ম (২২৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৮-২০২৩ ইং
----------------------------
নষ্ট রক্তে জন্ম যাদের
তাদের হারামি বলে,
তাদের নিয়ে মহাভুমে
কি গৌরব করা চলে?


কানা ছেলের নাম যদি
হয় স্নেহের পদ্মলোচন,
তার মুখে শোভাপায় কি
গাঁয়ের সর্বসেরা বচন।


জন্ম যদি হয় খান বিখানে
রক্তে যদি থাকে ভেজাল,
তাদের জন্ম নিয়ে জনগন
চায়ের আড্ডায় পেচাল।


জন্মের যদি নাম ঠিকানা
খুঁজে পাওয়া হয় দায়,
তাদের জন্মের বার্ষিকীতে
নানা সমালোচনা হয়।


জন্ম নিয়ে বড়াই করো না
তোমার বাপের নাম কি?
ঘোলাজলে মাছ শিকারে
পান্তা ভাতে ঢালে ঘি।


জন্মের আসল পরিচয় যে
মায়ের কাছে পাওয়া যায়,
মায়ের স্বভাব খারাপ হলে
কেমনে পাবো যে পরিচয়।