নৈতিক প্রতিবাদ (২০৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৩-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
প্রথম রমজানে বাজারে গেলাম
সব দ্রব্যের মূল্য অনেক চড়া,
কিনতে গিয়ে ফিরে আসলাম
তাই মন মানসিকতা যে কড়া।


বউ বলে আজ বাজারের ব্যাগ
শূন্য কেন খালি নিয়া আসছো?
বাজারে দ্রব্যমূল্য  আগুন সম
তাই মলিন মুখে ফিরে আসছো।


টাকা  নিয়েছি  হাজার খানেক
বাজারের তালিকা দিয়েছো করে
চিংড়িমাছ কিনে যা থাকে তা
দিয়ে অন্য সব আনমু কেমন করে।


চিংড়িমাছ প্রতি কেজি ছয়শ টাকা
ব্রয়লায় মুরগী আড়াই টাকা কেজি,
ছোয়াবিন যদি না আনিতে পারি
মাছ,পিয়াজু কেমন করে ভাজি।


তাই রাগ করিয়া কিছু আনি নাই
বেসরকারি চাকুরির দাম যে নাই,
এই কম বেতনের চাকুরী দিয়া যে
এই বড় সংসারের চাহিদা মিটাই।


সব জিনিসের দাম আছে বাজারে
শুধু বেসরকারি শিক্ষকের দাম নাই,
কেমনে সংসারের ভারী বোঝাটা?
আমি এই সামান্য বেতন দিয়া মিটাই।


বিদ্রঃ- সব জিনিসের দাম বাড়ল, শুধু ভাড়ল না বেসরকারি শিক্ষকের।