নয় মাসের ফল
    এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
       ১৭-১২-২১ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মাগো বিজয় আমার স্বপ্নে গাঁথা
   নয় মাসেরই ফল,
সেদিন রক্ত দিলেও বীর বাঙালী
   মুক্তি যুদ্ধে সফল।


আজ লাল সবুজের পতাকা টি
    উঠছে পত পত করে,
মা,বীর বাঙালীর স্বপ্নের ফসল
    নিয়ে আসছে ঘরে।


মাগো আমার মুখে তোমার মুখে
   স্বাধীন দেশের হাসি,
এই স্বপ্ন ঘেরা সোনার বাংলা
   কত যে ভালোবাসি।


আজ বিজয় নিশান উড়তে উড়তে
  হলো পঞ্চাশ বছর বয়স,
স্বাধীন দেশে স্বপ্নের পদ্মা সেতু
   প্রধানমন্ত্রীর নিজ প্রয়াস।


স্বাধীন  বাংলায়  ফসল ফলিয়ে
    বাংলা মধ্যম আয়ের দেশ,
শেখ হাসিনাকে হাজার সালাম
     স্বাধীন সোনার বাংলাদেশ।


বাংলাদেশ আজ রোল মডেল
     শেখ মুজিবের জন্য,
সোনার বাংলা নাম দিয়ে আজ
      আমরা হলাম ধন্য।