অবিশ্বাস্য  শ্রাবণ (২২২৩ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৫-০৮-২০২৩ ইং
===================
শ্রাবন তুমি কোথায় লুকালে?
কোন সুদুরের দেশে?
আকাশে বাতাসে তোমার চিহ্ন
খুঁজি শ্রাবনের বেসে।


শ্রাবন তুমি নারীর রক্তে ভাসো
নাকি মেঘের রক্তে ভাসো,
তোমার তো কোন লক্ষন নেই
নাকি ঝাঁঝালো রক্তে হাসো।


শ্রাবনের ধারা এমন হয় কেন?
যেখানে নেই ঝর্ণা ধারা,
মানুষ আগের মত ছাতাটা নিতে
এখন আর করে না তাড়া।


নারী বৃষ্টির বেড়াজালে ঘরে বসে
কত আঁকতেন নকশীকাঁথা?
এখন বৃষ্টি বিহনে সেই সংস্কৃতিটা
গ্রাম বাংলায় যায় না দেখা।


শ্রাবন তুমি কোথায় হারিয়ে গেলে?
ভাসিয়ে দাও জলের রাশি,
তোমার পুরাণো সংস্কৃতি ফিরে আনো
শুনতে চাই না মজা বাশি।