অবহেলা
   এম,এ,সালাম
    ২৮-০৯-২১
=================
অপর কেহ অপমান করলে
মেনে নেওয়া যায়,
আপন লোকে অবহেলা করলে
কখনও না সয়।


তুমি ইচ্ছেটা করতে পুরণ
পার যদি মনমতো,
কদর করবে ভালোবাসবে
জীবন দিয়ে শত।


অক্ষম হবে বুড়ো বয়সে
শক্তি হবে ক্ষয়,
অবহেলা বেড়ে গেলেই
জীবন দুর্বিসহ হয়।


যাদের জন্য খেটে মরছে
সারা জীবন ভর,
এই উপকার ভুলে গেলে
আপন হবে পর।


বাঁচার জন্য মরতে হবে
সুখ পুড়ে ছাই,
যন্ত্রনা যদি মনে ধরে
কবরে শান্তি নাই।