অধীর আগ্রহে স্বাগতম (২০০৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১২-২০২২
=======================
তোমার মোবাইল থেকে হাওয়ায় ভেসে আসা
কলের রিংটোন শুনে আনন্দে হত বিহ্বল,
রিসিভ করাতে ওপাড় থেকে ভেসে আসল
কে মাষ্টার সাহেব নাকি?
উত্তর দিয়েছিলাম হ্যা আমি মাষ্টার সাহেব বলছি-
জবাবে বলেছিলে আমি আপনার শহরে আসছি
কুশল বিনিময় হলো যার যার মত করে।
পরে ভয় অভয়ের ছলনায় যার যার মত করে
কথোপকথনে হলো-"কোন পথে আসবো আপনার বাড়ি"?
আমি চমকিত হয়ে উত্তর দিয়েছিলাম, আসলেই আমার বাড়ি, আরে আপনার নয় এক মাষ্টার সাহেবের বাড়ি!
আমার কথা বললে," এখানকার যে কেহ দেখিয়ে দিবে"
জবাবে তুমি  বলেছিলে আরে ভয় পেয়েন না,
"আমি আসবো আপনাদের জেলা স্কুলে, আগামী
ছাব্বিশ তারিখ পাঁচ দিনের মাষ্টার ট্রেইনার প্রশিক্ষনে -
লোকেশন বলবেন, বললাম কচুয়া হয়ে একদম গাড়িতে আমার শহরে আমি রিসিভ করবো।
আমি বাসস্ট্যান্ডে ব্রীজে দাড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম স্বাগত জানাবো বলে -
আর কবি বলে ছন্দ ছেড়ে অনুরাগের স্বরে এই একটু
লিখতেছি,হঠাৎ বাস এসে থামলো আমার সামনে
দেখি আসলেই আমার জান্নাত গুটি গুটি পায়ে নামছে
সে দিন কি যে ভালো লেগেছিলো,ভাষাহীনে হারিয়ে
ফেলেছি তোমার আমার চোখ মুখের অবয়ব ভালোবাসার
তীক্ষ্ণতায়।
তার পর যা হলো সব ইতিহাস,স্মরণীয় হয়ে থাকবে
আমরণ।


লিখার সময়ঃ-২৬-১২-২০২২,সকাল ৯.০০ স্থান টাউনহল ব্রীজে শীতের রোদে দাড়িয়ে।