ওহে কাণ্ডারী (২২২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৮-২০২৩ ইং
=================
ও মাঝি তুমি শক্ত হাতে,
ধরো নৌকার হাল,
মাল্লারা সব ধরাধরি করে
ঊড়াও নৌকার পাল।


আসবে বাধা ভয় করো না
কত যে ঝড় তুফান?
বসে থাকার আর সময় নেই
বিলাসিতা আর ফান।


ওই জীবন তরী ডুবে না যেন
ঘোর বিপাকের ঘোরে,
যত বাঁধা আসুক,তুফান ছুটুক
ওই হালটি রেখো ধরে।


তোমার লক্ষমাত্রা বিফল নয় যে
পাড়ি দিতে অকুল দরিয়া,
বেফাস  সিদ্ধান্ত নিও না মাঝি
মদ মাস্তির নেশায় মরিয়া।


তোমার একটু খানিক ভুলের তরে
কত জীবন বিপন্ন হবে?
অকুল দরিয়ায় ডুবিলে নৌকা
মাঝি কি সুখ তুমি পাবে?