অকাল বর্ষন -১(২২৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৯-২০২৩ ইং
***************************
সকালের আকাশে সূর্যের হাসি
ছড়িয়ে দিলো আলো,
হেমন্তের আগমনে সকাল বেলা
দূর হলো শরৎ কালো।


সারা ধরণী জুরে পবনের ঢেউ
পুজা পর্বনের আগমনী,
সংখ্যা লঘুদের মন্দিরে মন্দিরে
বাজে পুজার  মন্ত্রধ্বনি।


কাশের বনে সুরে সুরে বাজছে
কঙ্কন,নিক্কন সুর ধরে,
নীড় ত্যাগ করে শ্বেত বলাকার
দল নিজ খেয়ালে উড়ে।


শুভ্র ভোগায়তন সবুজ ঘাসেতে
ওই শিশির বিন্দু ঝরে,
রঙিন হাসি,হাসিতে মন-প্রাণ
তাহাদেরই মনে পড়ে।


শরৎ আকাশ ভানু রঙে রাঙিয়ে
ছড়ায় দেয়া আঁচল নেড়ে,
ঘুম ছাড়িয়া জাগে কেকার দল
সর্বত্র বেনু বনের ধারে।


আধারে ক্ষণিক ঝরিতেছে বর্ষা
তৃষিত ক্ষীণকায় বারি,
আলোর ধরাশনে প্রভাত ফেরি
সৃজিল নবুরূপ তারই।


শরতের শেষ রাতে চাঁদ ছিলনা
মেতেছিলো নেবুর বন,
চকোর চকোরিনী বিরহে ব্যাকুল
ওই চকোরিতে শিহরণ।