অকৃতজ্ঞ
        এম,এ,সালাম
         ১২-০৮-২০


মানুষ নিমক খেয়ে গুন করে না
   বরং নিমকদাতার দোষ গায়,
বল কি করে তারে ভাল মানুষ বলে  ?
    আজ ধরে নেওয়া কি যায়?


যে তোমাকে উপকার করছে
     পারলে তার সেই উপকার কর,
উপকারের বদৌলাতে তাকে তুমি
     কোনদিন অপবাদ দিতে পার?


নুন খাইয়া গুন না গেয়ে তুমি
      বলে বেড়ালে নানা চুকলি,
আপন হইয়া কেন রে বন্ধু তার
     মনের কোনে তুই ডুকলি।


সব মানুষের দেহ লাল রক্তে গড়া
    একই অঙ্গ প্রত্যঙ্গে তৈরী,
বন্ধু, নিমক খেয়ে তুই সেই মানুষের
     সংগে কর কেন রে বৈরী।


মানুষ হয়ে বেঁচে থাকিতে হবে
    বহুরুপি মানুষের মাঝে,
তুমি নিমকের গুন প্রকাশ কর
    তবেই ভাল মানুষ হবে।