গাঁয়ের লোকে বলে সবে-
   ওই  সৈয়দ রাজ ভাল,
কাজের মান খুবই সুন্দর
    কিন্তু মনটা তার কাল।


এক দিনের কাজে তিনি-
   কৌশলে করে দুই দিন,
পারিশ্রমিক একটু কম নেয়
   অপরের প্রশংসায়হীন।


ভাত খাবেনা মুড়ি খাবে-
    সকালে আটার রুটি,
চিনি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে
    খায় যে খুটি খুটি।


সকল কাজ হেল্পারের দ্বারা-
    হুকুম দিয়ে করায়,
পানে গোনে চুনে প্রবেশিলে
    বাজে বকে শাসায়।


একই কাজ  দুইবার করায়-
     অবুঝ রাজ বলে,
মালিক একটু লোকমা দিলে
    কাজ করবো না বলে।
    
হেল্পারের দ্বারা টাকা চাওয়ায়-
   ভাব দেখায় নিজে চায় না,
নিজের বুঝটাই ভাল দেখে
   অন্যেরটা বুঝতে লয়  না।