ওহে শুধুরের অখিলের তারকা-
    তুমি চিরচেনা অনামিকা,
দিনের আলোতে তুমি যে নেই
   রাতের আঁধারে কেন দিলে দেখা।


পূর্ণিমা রাতে তুমি জ্বল ক্ষীন-
     আঁধার রাতে প্রবল,
সুখের সময় তোমারে দর্শনীয়
     দুঃখের দহনে সবল।


রাতের আলোতে তোমারে দেখি-
       অঁচলে তোমার ঘাটি,
মিটিমিটি আলোতে পথিকের
    মনের গগনে খাঁটি।


সূর্যকে তুমি ভয় পাও বুঝি-
   তাই লুকিয়ে তুমি থাক,
সন্ধা হলেই নীল আকাশে
    তুমি উদিত হতে থাক।