অনাহারীর ঈদ বোনাস
     এম এ সালাম
      ১৬-০৮-১৯


ঈদুল আযহা আসলেই অনাহারী,ঈদের বোনাস পায়-
সারা বছর অতৃপ্তিতে তাদের জীবন অতিবাহিত প্রায়।


অনাহারী দুঃস্থের দল সারা বছর উচ্ছিষ্ট খেয়ে কাটে-
কষ্ট আর পরিশ্রেমের জীবন মালিকের বাটে।


যৎ সামান্য খায় যা কিছু মালিকের খাবার পরে-
রাগ আর দমকানি খায় সতত মালিকের ঘরে ঘরে।


ঈদুল ফিতরে বোনাস পায় মালিকের বাসার কাজে-
যে পোশাক দেয় গো তাদের গরীবের গায়ে সাজে।


ছেলে মেয়ে স্ত্রীর জন্য কিনে কত দামি দামি বস্ত্র-
ওদের জন্য কিনে যাহা তাতে মোছা যায় গাড়ী আর অস্ত্র।


ওরা সেমাই ফেনী খায় যাহা গামলার নিচে থাকে-
ওদের নাকি ইহাই বোনাস, কষ্টের জীবন মিছে।


ঝিয়েরা ধুইতে গেলে হারি চাটে তৃপ্তি করে খায়-
কাজের কষ্টে অশ্রু ঝড়ে গড়িয়ে পড়ে গায়।


কোরবানীর ঈদ আসলে পড়ে স্বস্তির নিশ্বাস ছাড়ে-
কম হলেই গোস্ত খাবে পরিবার নিয়ে পেট পুড়ে।


ধনীরা সবাই গোস্ত বিলায় শুধু আল্লাহর ভয়ে-
এই সুযোগে ঈদ বোনাস পাবো যদি আল্লাহ চাহে।