অনিশ্চিত অনিরাপদ (২৯২৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৭-২০২৫
==========================

রাজনীতিতে দলাদলি নিত্যকার ব্যাপার
নীতির গুণ নেতার থাকলে লাগেনা র‍্যাপার।
সৎ নেতা নাই যে দেশে সে দেশ অনিরাপদ
নেতা আছে নীতি নাই দেশের সব জনপদ।
প্রশাসনের দ্বিধা বিভক্তি দেশ ধ্বংসের মূলে
অনিশ্চিত অনিরাপদ একতাহীনতার ফলে।
নিজ স্বার্থ রক্ষার্থে প্রশাসন নীতি ভুলে গেছে
যাহার কারণে প্রশাসনের সমালোচনা পিছে।
প্রশাসন আজ দলে দলে ভাগ যে কেন হলো?
হাই কমান্ডের ধার ধারে না নীতি কোথা বলো।
তাই আইনের প্রতি শ্রদ্ধা নেই সকল জনগণের
স্ব-বিরোধী প্রশাসন হলে অনিশ্চিত জনমনের।
সত্য কথা বলতে পারে না অনিরাপদ আইনে
মিথ্যা বলে পার পায় না ডিম থেরাপির ফাইনে।
চোখ মোদের অন্ধ হইছে,অন্ধ হইছে সু-মনটা
দেশ প্রেমেরই কথা বললে কেড়ে নেয় প্রাণটা।
কেহ নুন খেয়ে গুণ গান ভুলে করে তার উল্টা
কেহ আবার জন সম্মুখে ধরে দেয় তার ভুল্টা।
প্রশাসনের ভুল বুঝাবুঝিতে জনগণ ঠাঁয় মরছে
কেহ আবার এই সুযোগ স্বার্থসিদ্ধির পথ ধরছে।
নেতাদের কেহ দেয় প্রোটোকল কেহ তা চায়না
কেহ আবার এ সুযোগে করে যাচ্ছে টালবাহানা।
সার্বিক বিবেচনায় দেশ অনিশ্চিত অনিরাপদ
প্রশাসনকে একতাবদ্ধে হতে কে দিবে অভিমত।
যার দ্বারা ভুত ছাড়াবো তারে পাইছে বড় ভুতে
দেশ বিশৃঙ্খলার ধ্বংসের মূলে ঘরের বড় পুতে।