অন্য নারীর প্রেমে (২০৬৯)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৪-০৩-২০২৩
----------------------------
পরাস্ত্রীর সাথে খসম
করছে পরকীয়া,
বলাবলি করছে সবাই
করবে নাকি বিয়া।


আমার হাতে রান্না নাকি
লাগে না মনের মত,
পতির মুখের এমন কথা
মন হয় ক্ষত বিক্ষত।


ও পাড়ার ভাবী খুবই ভাল
আমি নাকি খুব বাজে,
ভর্তা এখন খুশী নয় তো
আমার ভালো কাজে।


সব কাজেতে দোষ ধরে সে
কথার ছুতায় মারে,
আমি যে তারে ভালোবাসি
কেমনে বুঝাই তারে।


বুঝাতে চাইলে বুঝ মানে না
অনেক রেগে যায়,
কর্তা সদা সর্বদা আমারে যে
দেখতে না আর চায়।        


তাহার থেকে দূরে থাকলে
থাকে অনেক ভালো,
সামনে সামনে চোখ পড়লে
চেহার হয় তার কালো।


জওজ পর নারীতে মত্ত হয়ে
সে নতুন রুপেতে অন্ধ,
আমার জন্য আদর সোহাগ
আজ সব হয়েছে বন্ধ।
            
জোর করে আর এই পতিকে
রাখবো না প্রেমে ধরে,
একটি ওয়াদা করে গেলাম
তারে দিলাম মুক্ত করে।