অনুকাব্য- মানুষের মুখ
     এম,এ,সালাম
      ২৩-০২-২১


মুখে বড় কথা বলি,অন্তর যে খালি
         ভাবি যে বড় জ্ঞানী,
মধুর কথা বলি, অন্যায় পথে চলি
        মিথ্যাকে সত্য মানি।
            
শরীরের রন্ধ্রে রন্ধ্রে, পচনের গন্ধে
        ঠিকে থাকা বড় দায়,
হায়!নাক কান বুজে, মাথাটা গুজে
         মানুষ বড় বেকায়দায়।